ভিজিট

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

কয়েকটি জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়ার

আমি ওপেন সোর্স বিষয়ে আজ লিখতেছি । ওপেন সোর্স সফটওয়ারের ব্যাপারে আমাদের অনেকের মধ্যেই একটা ভুল ধারনা আছে। তা হলো উইন্ডোজে নাকি ওপেন সোর্স সফটওয়ার ব্যবহার করা যায় না! এগুলা শুধুই নাকি লিনাক্সের জন্য। আসলে এই সব কথাই ভুল । প্রায় সকল প্রকার ওপেন সোর্স সফটওয়ারই আপনি খুব সহজেই উইন্ডোজে ব্যবহার করতে পারবেন। এমনই কিছু সফটওয়ারের নাম ও ইন্টারনেট ঠিকানা নিচে দেয়া হলো। আর হ্যা এগুলার সবকিছুই কিন্তু ১০০% ফ্রি। এগুলো আপনাদের কাজে আসবে।

ইন্সটন্ট ম্যাসেঞ্জার :
পিজিন  www.pidgin.im
এএমএসএন  http://amsn.sourceforge.net
এক্স চ্যাট: www.silverex.org/download

ওয়েব ব্রাউজারঃ 


মজিলা ফায়ারফক্স  www.mozilla.org/
কে-মিলিয়ন  http://kmeleon.sourceforge.net
এমায়া  www.w3.org/Amaya


ইমেইল ক্লাইন্ট :
মজিলা থান্ডারবার্ড www.mozilla.org/products/thunderbird

ওয়ার্ড প্রসেসর :
ওপেন অফিস  www.openoffice.org
এবি ওয়ার্ড abword download(9mb)

ফাইল আর্কাউভ :
৭জিপ  www.7-zip.org

এন্টিভাইরাস :
ক্লেম উইন  www.clamwin.com


ফাইল কনভার্টার:
হ্যান্ডব্রেক http://handbrake.m0k.org
মিডিয়ার কোডার http://mediacoder.sourceforge.net

সাউন্ড টুল:
ওড্যাসিটি http://audacity.sourceforge.net/download/windows

অডিও/ভিডিও প্লেয়ার :

মিরো  www.getmiro.com
ভিএলসি  www.videolan.org/vlc/
এম প্লেয়ার  www.mplayerhq.hu
মিউসিক কিউব  www.musikcube.com

ত্রিমাত্রিক মডেলিং সফটওয়্যার:
বিলিন্ডার www.blender.org

ফাইল শেয়ারিং:
ক্যাবওএস  http://cabos.sourceforge.jp
গুনুসিলিয়াস  www.gnucleus.com
এজুরিয়াস http://azureus.sourceforge.net

ফটো এডিটর:

জিআইএমপি  http://gimp-win.sourceforge.net
পেইন্ট ডটনেট  www.eecs.wsu.edu/paint.net/download.html
ইন্‌কস্কেপ  www.inkscape.org







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন