উত্তর হচ্ছে, আপনি $90.00 ডলার মূল্যেরে EASEUS Data Recovery Wizard Professional-টাই ব্যবহার করবেন। কেন করবেন তার কারনগুলো আসুন দেখে নিই:
* ডাটা উদ্ধার করতে পারে হার্ড ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড, মেমোরি স্টিক, ক্যামেরা স্টিক, জিপ, ফ্লপি ডিস্ক এবং অন্যান্য স্টোরেজ মিডিয়া থেকে।
* হার্ড ডিস্ক ক্র্যাশ কিংবা পার্টিশন এরর হলেও তা থেকে ডাটা উদ্ধার করতে পারে
* রিসাইকল বিন থেকেও মুছে ফাইল উদ্ধার করতে পারে
* ফাস্টার স্ক্যান, হাই কোয়ালিটি রিকভারি
* উইন্ডোজ থেকেও লিনাক্স ফাইল সিস্টেম থেকে ডাটা উদ্ধার
* ভাইরাসের কারনে মুছে যাওয়া ফাইল উদ্ধার
* উইন্ডোজ ইন্সটলেশনের সময় এক্সিডেন্টালি ফরমেট করা ড্রাইভ থেকেও ডাটা উদ্ধার
* অফিস ডকুমেন্ট, ফটো, মিউজিক, ভিডিও, ক্যামেরা, মাল্টিমিডিয়া, ইন্টারনেট ফাইলস, গ্রাফিক্স, ডাটাবেজ, ই-মেইল, ইত্যাদি সবই উদ্ধার করতে পারবেন।
* সাপোর্টেড ফাইল সিস্টেম: FAT12, FAT16, FAT32, NTFS/NTFS5, EXT2/EXT3
* সাপোর্টেড অপারেটিং সিস্টেম: Windows 2000/XP/2003/Vista/2008/Windows 7
ডাউনলোড করুন: EASEUS Data Recovery Wizard Professional 5.5.1 | 4.2 MB ফুল ভার্সন
ডাউনলোড করার নিয়ম:
১. DOWNLOAD NOW লিঙ্কটিতে ক্লিক করুন
২.Free Download এ ক্লিক করুন
৩. Create Download Link লেখাটি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।Create Download Link লেখাটি স্পষ্ট হলে এতে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে।
যেভাবে ইন্সটল করবেন:
০১. জিপ ফাইলটি উপরের লিংক থেকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন।
০২. এখন "fo-drw55.zip" নামে একটি জিপ ফাইল পাবেন। সেটা আবার এক্সট্রাক্ট করুন।
০৩. এবার "fo-drw55.exe" ফাইলটি ইন্সটল করুন। এটাই ফুল এন্ড প্রফেশনাল ভার্সন।
০৪. এনজয়!
EASEUS Data Recovery Wizard Professional কীভাবে ব্যবহার করবেন? খুব সহজ! সফটওয়্যারটির সহজ এবং বোধগম্য উইজার্ড-ই আপনাকে বলে দিবে আপনি আসলে কী খুঁজছেন এবং এরপর আপনাকে কী করতে হবে।
পোস্টটি কেমন লাগল জানাবেন।অল-বাংলা.ব্লগস্পট.কম ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন