এটা একটা থার্ড পার্টি এ্যাপ্লিকেশন। তাই, সফটওয়্যারটি ইন্সটল করার সময় ডিফল্ট সার্চ ইঞ্জিন, হোম পেজ, থার্ড পার্টি ইত্যাদি চেক মার্ক উঠিয়ে দিতে পারেন। ক্লক, ওয়েদার, সিপিইউ মিটার, ডাউনলোড আপলোড মিটার, সার্চ ইঞ্জিন, ক্যালকুলেটর, ইমেজ স্লাইডার, কুইক নোটস, আরএসএস ফিড ইত্যাদি অনেক কিছুই পাবেন। এ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখেছি। নিরাপদ বলেই মনে হয়েছে। তাছাড়া, নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২ থেকে কোন ক্ষতিকর রিপোর্ট পাওয়া যায়নি।
ডাউনলোড করুন: Windows XP Sidebar | DOWNLOAD NOW (8.7 MB)
ডাউনলোড করার নিয়ম:
১. DOWNLOAD NOW (8.7 MB)লিঙ্কটিতে ক্লিক করুন
২.Free Download এ ক্লিক করুন
৩. Create Download Link লেখাটি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।Create Download Link লেখাটি স্পষ্ট হলে এতে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে।
ডানদিকের নীচে টাস্কবারে থাকা আইকনে যেকোন সময় ক্লিক করে গ্যাজেট হাইড বা শো করা যাবে।
all-bangla.blogspot.com ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ।ভাল লাগলে লাইক করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন